ফরিদপুর ইউপি নির্বাচনে নৌকা প্রার্থীদের ভরাডুবি

ফরিদপুরের দুই উপজেলার ১৫টি ইউনিয়নে গতকাল রবিবার (২৮ নভেম্বর) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ভাঙ্গা উপজেলায় ১২টি ও চরভদ্রাসন উপজেলায় তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ১৫টি ইউনিয়নের মধ্যে ১৪টিতে জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থীরা এবং একটিতে জয়ী হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরো নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন খান।

ফরিদপুরের  ভাঙ্গা উপজেলায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন- আলগী ইউনিয়নে ম.ম. ছিদ্দিক মিয়া, তুজারপুর ইউনিয়নে ওলিউর রহমান, কালামৃধা ইউনিয়নে রেজাউল মাতুব্বর, আজিমনগর ইউনিয়নে শাহজাহান হাওলাদার, মানিকদাহ ইউনিয়নে সহিদুল ইসলাম বাচ্চু, হামেরদী ইউনিয়নে খোকন মিয়া, ঘারুয়া ইউনিয়নে মনসুর আহম্মেদ মুন্সি, চুমুরদী ইউনিয়নে রফিকুল ইসলাম সোহাগ, নাসিরাবাদ ইউনিয়নে আলমগীর হোসেন, নুরুল্লাগঞ্জ ইউনিয়নে শাহবুর রহমান, চান্দ্রা ইউনিয়নে খালেক মোল্লা ও রেজাউল হাসনাত দুদু নির্বাচিত হয়েছেন। 

চরভদ্রাসন উপজেলায় তিন ইউনিয়নে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন- চরভদ্রাসন ইউনিয়নে আজাদ খান, গাজীরটেক ইউনিয়নে ইয়াকুব আলী, চরহরিরামপুর ইউনিয়নে জাহাঙ্গীর কবীর।

এদিকে নৌকা প্রতীকের এমন ভরাডুবিতে সমর্থকরা হতাশ হলেও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানান,  ‘নৌকা প্রতীক দেয়াই হয়েছে অযোগ্যদের। প্রতীক দেয়ার পরেই স্থানীয় নেতাকর্মীরা এমন ফলাফলের আশঙ্কা করেছিলেন।’

নির্বাচনের ফলাফল নিয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে তা দেশবাসী আজীবন স্মরণ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে আমি ও ভাঙ্গার জনগণকে সাথে নিয়ে সর্বদা কাজ করে যাচ্ছি।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //