চুয়াডাঙ্গায় ২৩টি স্বর্ণের বার উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী মেমনগর থেকে ২ কেজি ৬৮৩ গ্রাম ওজনের ২৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকা। 

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে মেমনগর ব্রিজের কাছে একটি সাদা রঙের প্যাকেটে মোড়ানো অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি জানান, গোপনে খবর পেয়ে সুলতানপুর বিওপির বিশেষ টহল দলের কমান্ডার নায়েক রবিউল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য ভারত সীমান্তবর্তী মেইন ৭৭ নম্বর খুঁটি থেকে বাংলাদেশের অভ্যন্তরে মেমনগর ব্রিজের কাছে একটি সাদা রঙের প্যাকেটে মোড়ানো মালিক বিহীন উল্লেখিত স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধার করা স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যেই সেখানে আনা হয়েছিলো। 

হস্তান্তরের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সেগুলো ফেলে পালিয়ে যায়। উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দিয়ে বিজিবি নায়েক রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //