পুঠিয়ায় ৩১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

রাজশাহীর পুঠিয়ায় ৩১ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৫। আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার কোতয়ালী থানার রামপুর গ্রামের মৃত দুলালের ছেলে রাকিব হোসেন মনির (৩৫) ও একই গ্রামের ছিদ্দিক আলীর ছেলে কামাল হোসেন (২৫)।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে র‌্যাবের এক অভিযান গাঁজাসহ তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, র‌্যাব-৫ রাজশাহীর (সিপিএসসি) মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে কিছু মাদক ব্যবসায়ী পিকআপে ক্যারেটের মধ্যে মাদকদ্রব্যসহ নাটোর থেকে রাজশাহীর দিকে আসছে। 

বিষয়টি জানতে পেরে র‌্যাব (সিপিএসসি) ক্যাম্পের অপারেশন দল রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা সদরের ত্রিমোহনী বাজারস্থ নাটোর টু রাজশাহী গামী হাইওয়ে রাস্তার দক্ষিণ পাশে মায়ের আচল বস্ত্রালয় এন্ড গার্মেন্টসের সামনে চেকপোস্ট পরিচালনা করার সময় তিনজন ব্যক্তি পিকআপের দরজা খুলে পালানোর সময় দুইজনকে ধরে ফেলে র‌্যাব। অপর একজন পালিয়ে যায়। পরে পিকআপে তল্লাশি চালিয়ে ৩০ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ৮০টি খালি প্লাস্টিকের ক্যারেট জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণী ১৯(গ)/৩৮/৪১ মামলা করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //