বগুড়ায় প্লাস্টিক কারখানায় আগুন, ৫ জনের মৃত্যু

বগুড়ার সান্তাহারে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।  

আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে পৌরসভার হেমতখালী এলাকায় বিআইআরএস নামের একটি প্লাস্টিকের থালা নির্মাণ কারখানায় এ ঘটনা ঘটে। 

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। হতাহতের সংখ‌্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। 

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, একটু আগে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা সবাই কারখানার শ্রমিক।


কারখানার মালিক ও সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, মঙ্গলবার সকালে ৪৫ জন শ্রমিক ফ্যাক্টরিতে কাজ শুরু করে। হঠাৎ বেলা সাড়ে ১১টায় মেশিন চলা অবস্থায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। 

তিনি আরও বলেন, আগুনে ২০ কোটি টাকার মেশিনসহ প্রায় ৩৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

আদমদিঘীর ফায়ার স্টেশনের কর্মকর্তা রুহুল আমিন এ তথ‌্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে পৌরসভার হেমতখালী এলাকায় বিআইআরএস নামের একটি প্লাস্টিকের থালা নির্মাণ কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও সেখানে কাজ চলছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //