ওসমানী বিমানবন্দরে ১১ কেজি সোনাসহ আটক ৪

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১ কেজি ২২০ গ্রাম সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দাদের একটি দল। এসময় চার যাত্রীকে আটক করা হয়।

আজ সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-২৪৮) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর চার যাত্রীর লাগেজের ভেতর থেকে সোনাগুলো উদ্ধার করা হয়।

আটকরা হলেন—হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শেখ মো. জাহিদ, সিলেটের কানাইঘাট উপজেলার মকবুল আলী, মফিজ উদ্দিন ও সুলতান মাহমুদ।

সিলেট বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের উপকমিশনার মো. আল-আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৯টার দিকে দুবাই থেকে ফ্লাইট বিজি ২৪৮ ওসমানীতে অবতরণ করে। এসময় চার যাত্রীর লাগেজ তল্লাশি করে ১১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি বলেন, স্বর্ণগুলো আয়রন মেশিন ও জুতার মেশিনের ভেতর ছিল। যার মূল্য প্রায় সাত কোটি টাকা। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //