৩ পৌর ট্রাফিক পুলিশের পাশে জাহেদী ফাউন্ডেশন

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভার যান চলাচল স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করেন ট্রাফিক পুলিশ মিজানুর রহমান। তার বাড়ি ঝিনাইদহ শহর থেকে ৪ কিলোমিটার দূরে খাজুরা গ্রামে। চাকরি করছেন ২০০৯ সাল থেকে। গত ১৩ বছর ধরে মাসে বেতন পান মাত্র ৫ হাজার টাকা। 

এদিকে ফতেহ আলী হোসেনের বাড়ি আনসার ক্যাম্প ও বারেক আলী বাসা ব্যাপারী পাড়ায়। তারা যে টাকা বেতন পান সেই টাকা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয়। এর পরে রয়েছে যাতায়াত ভাড়া। যাতায়াত ভাড়া থেকে মুক্তি দেয়ার জন্য পাশে দাঁড়িয়েছে জাহেদী ফাউন্ডেশন। সংগঠনের পক্ষ থেকে তিন জনকে ৩টি বাইসাইকেল প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) শহরের চুয়াডাঙ্গা রোডে অবস্থিত জাহেদী ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় থেকে এ সাইকেল বিতরণ করা হয়।

জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু বলেন, জাহেদী ফাউন্ডেশন সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল মানুষকে ভালোবাসেন, সব সময় মানুষের জন্য ভালো কাজ করে যেতে চান।

এ সময় উপস্থিত ছিলেন- জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু, ইউনুস আলী, মাসুদুর রহমান রানা, ওয়ালিদ হোসেন, আসমা জামান তপতী প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //