অপহৃত ২ রোহিঙ্গাকে ১১ দিন পরে উদ্ধার

অপহরণের ১১ দিন পর কক্সবাজারের টেকনাফ থেকে দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা (এপিবিএন)।

উপজেলার শালবন পাহাড় থেকে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে তাদের উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম।

উদ্ধারকৃত দুইজন হলেন- মো. আনাস (১৪) ও মো. আব্দুল্লাহ (১৩)। তারা উখিয়ার থ্যাংখালী রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

এসপি তারিকুল ইসলাম জানান, গত ১৯ ডিসেম্বর ওই দুইজনকে থ্যাংখালী থেকে অপহরণ করা হয়। পরে তাদের পরিবারের কাছ থেকে দাবি করা হয় মোটা অঙ্কের মুক্তিপণ। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের শালবন পাহাড় থেকে দুইজনকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘উদ্ধারকৃত দুইজন এপিবিএন ক্যাম্পেই রয়েছে। পরবর্তী প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপহরণকারী চক্রের সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //