টেকনাফে হাতির মৃত শাবক উদ্ধার

কক্সবাজার টেকনাফের পাহাড়ি ছড়ায় বন্যহাতির একটি মৃত শাবক উদ্ধার করেছে বন বিভাগের কর্মীরা। 

শনিবার (১ জানুয়ারি) সকাল ৯টার দিকে মৃত শাবকটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের টেকনাফ সদর বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ।

সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্যং ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম পাশে পাহাড়ের ছড়ার পানি থেকে শাবকটির মরদেহ উদ্ধার করা হয়। 

বন বিভাগ সূত্র জানায়, ওই এলাকা দিয়ে বন্যহাতি চলাচল করত। পাশাপাশি পানি পান করতে ছড়ায় হাতির দল প্রতিনিয়ত আসা-যাওয়া করে। এরমধ্যে ওই এলাকার পার্শ্ববর্তী স্থানে মিয়ানমার থেকে আসা ৪০ হাজারের বেশি রোহিঙ্গা বসবাস করছেন।

রোহিঙ্গাদের ব্যবহারের পানির জন্য ওই এলাকায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পাহাড়ের ছড়ার পানি সংরক্ষণ করার জন্য বাঁধ দেয়। এছাড়া হাতি চলাচলের পথ বন্ধ করে ওই এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করে। ওই সময় বন বিভাগ বাধা দিলেও কাজ হয়নি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //