পানির দাম তিনগুণ বাড়াল রাজশাহী ওয়াসা

পানির দাম প্রায় তিন গুণ বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এ দাম কার্যকর হবে।

 সম্প্রতি প্রতিষ্ঠানটির ওয়েবসাইট এবং পত্রিকায় বিজ্ঞপ্তিটি প্রচার করা হচ্ছে।

ওয়াসার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি এক হাজার লিটার পানির মূল্য আবাসিকে ৬ দশমিক ৮১ টাকা এবং বাণিজ্যিকে ১৩ দশমিক ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন আবাসিক সংযোগে প্রতি এক হাজার লিটার পানির দাম ধরা হতো দুই টাকা ২৭ পয়সা। দাম বাড়িয়ে তা করা হয়েছে ছয় টাকা ৮১ পয়সা। বাণিজ্যিক সংযোগে এতদিন ছিল চার টাকা ৫৪ পয়সা। এখন ১৩ টাকা ৬২ পয়সা।

এদিকে ওয়াসার যেসব সংযোগে মিটার নেই, সেগুলোর ক্ষেত্রে সংযোগ পাইপের ব্যাস এবং ভবনের তলার ওপর নির্ভর করে দাম বাড়ানো হচ্ছে। আবাসিকে আধা ইঞ্চি পাইপে নিচতলার জন্য মাসে সর্বনিম্ন ১৫০ টাকা, ১০ তলার জন্য ৮২৫ টাকা মূল্য ধরা হয়েছে। এক ইঞ্চি পাইপে নিচতলায় ৩৭৫ টাকা এবং ১০ তলায় দুই হাজার ৭০ টাকা। দ্বিতীয় থেকে নবম তলা পর্যন্ত কিংবা ১০ তলার ওপরের তলার জন্য পানির বিল আনুপাতিক হারে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, সবশেষ ২০১৪ সালে রাজশাহী ওয়াসা পানির মূল্য বাড়িয়েছিল। বর্তমানে সবকিছুর মূল্য বেড়েছে। এতে করে পানি উত্তোলন ব্যয়ও বেড়েছে। পাশাপাশি ওয়াসার সেবার মানও বাড়ানো হয়েছে। সবকিছু হিসাব করে দাম বাড়ানো হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //