মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে ফিরে করোনা আক্রান্ত ১৭ ভারতীয়

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে দুইদিনে ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৯ জনই ভারতীয় নাগরিক। 

বৃহস্পতিবার ১৮ জন ও শুক্রবার একজন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৭ জন তিনদিন আগে ভারত থেকে এসেছেন বলে জানা গেছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন, বৃহস্পতিবার কক্সবাজারে ৪৬৯টি স্যাম্পলের মধ্যে ২৮ জনের করোনা শনাক্ত হয়। ২৮ জনের মধ্যে মহেশখালীর ছিলো ২৩ জন। মহেশখালীতে শনাক্ত হওয়া ওই ২৩ জনই মাতারবাড়িতে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা। এর মধ্যে ২২ জন বিদেশি। 

শুক্রবার ৫৭৫টি স্যাম্পলের মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৬ জন। তার মধ্যে আটজন মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রে কর্মরত। তাদের মধ্যে একজন ভারতীয় নাগরিক। গেল দুইদিনে মাতারবাড়িতে আক্রান্ত ৩১ জনের মধ্যে ১৯ জনই ভারতীয় নাগরিক।

মহেশখালী উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আক্রান্তদের শরীরে ওমিক্রন ধরন রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। কারণ কক্সবাজারে ওমিক্রন শনাক্তকরণের সক্ষমতা নেই।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক, ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ শাহজাহান নাজির বলেন, ওমিক্রনের জিন আলাদা হওয়ায় জেনেটিক জিন অ্যানালাইসিস করতে হবে। জেনেটিক জিন অ্যানালাইসিস আপাতত ঢাকায় হচ্ছে। জেলা পর্যায়ে সাধারণ করোনা রোগী শনাক্ত করা হচ্ছে। 

জানা গেছে, আক্রান্তরা সবাই মাতারবাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। এছাড়াও একইদিন কক্সবাজার সদরের পাঁচজন আক্রান্ত হয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //