নারায়ণগঞ্জে কাউন্সিলর পদে জিতলেন যারা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন ৩৬ জন। এরমধ্যে ২৭ জন সাধারণ কাউন্সিলর এবং ৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর।

রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন মাকসুদা মোজাফফর (১,২,৩) মনোয়ারা বেগম (৪,৫,৬), আয়েশা আক্তার দিনা (৭,৮,৯) মিনোয়ারা বেগম (১০,১১,১২), শারমিন হাবিব বিন্নি (১৩,১৪,১৫), আফসানা আফরোজ বিভা (১৬,১৭,১৮), শিউলী নওশাদ (১৯,২০,২১), শাওন অংকন (২২,২৩,২৪) ও সানজিদা আক্তার (২৫,২৬,২৭)।

সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন, ২নং ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন, ৩নং ওয়ার্ডে ৩য় বারের মতো নির্বাচিত হয়েছেন শাহজালাল বাদল, ৪নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেনের ভাই নূরউদ্দিন মিয়া, ৫নং ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক এমপি গিয়াসউদ্দিনের ছেলে মোহাম্মদ সাদরীল, ৬নং ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ সভাপতি মতিউর রহমান মতি, ৭নং ওয়র্ডে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান রিপন, ৮নং ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন রুহুল আমিন, ৯নং ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন ইস্রাফিল প্রধান, ১০নং ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন ইফতেখারুল ইসলাম খোকন, ১১নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন অহিদুর রহমান ছক্কু, ১২নং ওয়ার্ডে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন শওকত হাসেম শকু, ১৩নং ওয়ার্ডে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন করোনা হিরো ও স্বতন্ত্র মেয়র পদে পরাজিত তৈমূর আলম খন্দকারের ছোটভাই মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ১৪নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির, ১৫নং ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন অসিত বরন বিশ্বাস, ১৬নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন রিয়াদ হাসান, ১৭নং ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন আবদুল করিম বাবু, ১৮নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন কামরুল হাসান মুন্না, ১৯নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোকলেসুর রহমান চৌধুরী, ২০নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন শাহেনশাহ আহমেদ, ২১নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মো: শাহিন মিয়া, ২২নং ওয়ার্ডে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সুলতান আহমেদ, ২৩নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আবুল কাউছার আশা, ২৪নং ওয়ার্ডে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন আফজাল হোসেন, ২৫নং ওয়ার্ডে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন এনায়েত হোসেন, ২৬নং ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন মো: সামছুদ্দোহা, ২৭নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম।

এদিকে কাউন্সিলর নির্বাচনে ফলাফল ঘোষণার পর বিভিন্ন ওয়ার্ডে উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছে। কয়েকটি ওয়ার্ডে সংঘর্ষের ঘটনা ঘটলে আইন-শৃংখলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানা গেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //