চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে হাশেম সভাপতি, সম্পাদক জিয়াউদ্দিন

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন সমন্বয় পরিষদের প্রার্থী আবু মোহাম্মদ হাশেম। সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন সমন্বয় পরিষদের এএইচএম জিয়াউদ্দিন। 

আবু মোহাম্মদ হাশেম পেয়েছেন ২ হাজার ৯৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের  নাজিম উদ্দিন চৌধুরী পেয়েছেন ২ হাজার ৫৮ ভোট । 

অপরদিকে সাধারণ সম্পাদক পদে এএইচএম জিয়াউদ্দিন টানা তিনবার এ পদে বিজয়ী হলেন। এবার তিনি পেয়েছেন ১ হাজার ৯৫৭ ভোট।  নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের  আবদুস সাত্তার সরওয়ার ১ হাজার ৬২৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী কিশোর কুমার দাস পেয়েছেন ৫৬২ ভোট।  

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভোট গণণা শেষে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে। এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ।  

প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম চৌধুরী বলেন, সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয় পেয়েছে সমন্বয় পরিষদ। সিনিয়র সহ-সভাপতিসহ ৯টি পদে ঐক্য পরিষদ জয় পেয়েছে। এবার ১৯টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৩৯ জন। ভোটার ছিলেন সাড়ে ৫ হাজার। ভোট প্রদান করেছেন ৪ হাজার ১৯৩ জন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সিনিয়র সহ-সভাপতি পদে ঐক্য পরিষদের মো. শফিক উল্লাহ পেয়েছেন ২ হাজার ২৫৮ ভোট। সহ-সভাপতি পদে সমন্বয়ের মো. আজিজুদ্দিন হায়দার পেয়েছেন ২ হাজার ২৬১ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ঐক্যের এরশাদুর রহমান রিটু  পেয়েছেন ২ হাজার ৫৪৭ ভোট। অর্থ সম্পাদক পদে সমন্বয়ের সালাউদ্দিন মনসুর রিমু পেয়েছেন ২ হাজার ৬৭৪ ভোট। পাঠাগার সম্পাদক পদে সমন্বয়ের মো. জাহিদুল ইসলাম চৌধুরী পেয়েছেন ২ হাজার ৪০৪ ভোট। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে ঐক্যের লাইলা নুর পেয়েছেন ২ হাজার ১৫৬ ভোট। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সমন্বয়ের মো. মেজবাহ উদ্দিন দুয়েল ২ হাজার ৩৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

সদস্য পদে জয়লাভ করেছেন- সমন্বয়ের এএনএম রুকনুজ্জামান মুন্না, শ্যামল চৌধুরী, সেলিনা আকতার ও মো. খোরশেদ কামাল, ঐক্যের মো. আব্দুল্লাহ আল মামুন, আইনুল কামাল, বিলকিছ আরা মিতু, মিনহাজ উদ্দিন, মো. তোহিদুল বারি চৌধুরী ও তৌহিদুল ইসলাম।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //