স্ক্যানডেস্ক টেক্সটাইলের ভবন ধস, দুই কর্মকর্তা আটক

গাজীপুরের কালিয়াকৈরের সূত্রাপুর বোর্ডঘর এলাকায় স্ক্যানডেক্স টেক্সটাইলে লিমিটেড কারখানার ৫ তলা নতুন ভবনের দ্বিতীয় তলার ছাদ ধসে অন্তত আট শ্রমিক গুরুতর আহত হয়েছে। ঘটনার পর কারখানার দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে। 

র‌বিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ওই দুর্ঘটনাটি ঘটে। উদ্ধার কাজ শেষ হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে ‌কোনো মৃত্যু হয়েছে কিনা। 

ওই কারখানার একাধিক শ্রমিক জানান, ছাদ ঢালাই কাজ চলছে। হঠাৎ করে নির্মাণ ভবনের ছাদ ধসে আট শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই ছাদে নিম্নমানের সামগ্রী দেয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান শ্রমিকরা। 

ফায়ার সার্ভিস ও শ্রমিকরা এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে কালিয়াকৈরে উপজেলার নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপী ইবনে সাজ্জাদ জানান, এখন পর্যন্ত আটজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। উদ্ধার কাজ চলছে, তদন্ত কমিটি গঠন করা হবে। এসময় কারখানার দুই কর্মকর্তাকে আটক করা হয়।  

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //