সাতক্ষীরা সীমান্ত থেকে ২৩ কেজি রুপার গহনা উদ্ধার

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে এলাকা থেকে ২৩কেজি ভারতীয় রুপার গহনা উদ্ধার করেছে বিজিবি। এ গহনা কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে বিজিবি।

সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি অধিনায়ক লে, কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বলেন, সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধের নিমিত্তে কঠোর নজরদারি ও আভিযান অব্যাহত রয়েছে। 

তিনি বলেন, এর ধারাবাহিকতায় শুক্রবার সকালে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির টহল কমান্ডার সীমান্ত পিলার ১৩/৩-এসের কেড়াগাছি মজুমদার খাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ২৯ হাজার টাকা মূল্যের ২৩ কেজি ভারতীয় রুপার গহনা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। 

এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের ও রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //