কক্সবাজারে ৮৫টি অবৈধ বাংলাদেশি পাসপোর্টসহ প্রতারক আটক

কক্সবাজারের ঈদগাঁও বাঁশঘাটা এলাকায় অভিযান চালিয়ে এক প্রতারককে আটক করেছে র‍্যাব-১৫। এ সময় তার কাছে থেকে ৮৫টি অবৈধ বাংলাদেশি পাসপোর্ট, ৩টি ব্যাংক চেক, ৯টি সিল ও দুটি স্ট্যাম্প প্যাড ও নগদ ৭১ হাজার পাঁচশ’ টাকা উদ্ধার করা হয়।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ এর সহকারি পরিচালক মো. বিল্লাল উদ্দিন।

আটক আবদুল জলিল (৩৫) ঈদগাঁওয়ের পোকখালী ইছাখালীর মৃত আবদুর জব্বারের ছেলে।

সহকারি পরিচালক মো. বিল্লাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন ব্যক্তি কক্সবাজারের ঈদগাঁও থানাধীন বাঁশঘাটা সড়কে একটি অফিস কক্ষে বিভিন্ন অবৈধ পাসপোর্ট, নকল সিলমোহর ব্যবহার করে অনৈতিক কাজ করে আসছে।

রবিবার (২০ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে আবদুল জলিলকে আটক করা হয়। সে সময় তার সহযোগিরা কৌশলে পালিয়ে যাযন।

র‌্যাব জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //