সিরাজগঞ্জের চৌহালীতে বজ্রপাতে মো. মামুন রেজা (১৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মাছ ধরার পর জেলার যমুনা নদী থেকে ফেরার পথে বজ্রপাতে ওই জেলের মৃত্যু হয়।
মামুন উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ঘুশুরিয়া গ্রামের মৃত ময়নাল হকের ছেলে ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ওই এলাকায় মুষলধারে বৃষ্টির সাথে সাথে কয়েকবার বজ্রপাতের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় নৌকা ও জাল নিয়ে মাছ ধরতে যমুনা নদীতে যান মামুন। ঝর, বৃষ্টি শুরু হলে রাত সাড়ে দশটার দিকে মাছ ধরা বাদ দিয়ে নৌকা পাড়ে বেঁধে মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে বাড়ির দিকে দৌড়ে আসার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনু মিয়া জানান, মামুনের এভাবে মারা যাওযার বিষয়টি খুবই দুঃখজনক।
পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh