পাবনায় ইজিবাইক চোরচক্রের ৭ সদস্য গ্রেফতার

পাবনায় এক চোরচক্রের সাত সদস্য পুলিশের হাতে ধরা পড়েছেন। তারা দীর্ঘ দিন ধরে পাবনার বিভিন্ন জেলায় ব্যাটারি চালিত অটোবাইক চুরি করে আসছিলেন। তারা গত দুই মাসের ব্যবধানে দুজন ব্যক্তিকে হত্যা করে দুইট ব্যাটারি চালিত অটোবাইক চুরি করেন বলে পুলিশ জানায়।

শুক্রবার (৪মার্চ) সকালে পাবনা সদর থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সুমন শেখ, বাচ্চু মিয়া, বজলুর রহমান, হাসান আলী, শামীম মিয়া, শরিফুল ইসলাম ও রফিকুল ইসলাম।

তিনি জানান, ২০২১ সালের ৬ ডিসেম্বর ও চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি পাবনায় দুইজন ব্যাটারি চালিত অটোবাইক চালককে হত্যা করে তাদের অটোবাইক ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা দায়ের করা হলে পুলিশ হত্যার সাথে জড়িত সন্দেহে কুষ্টিয়া থেকে সুমনকে গ্রেফতার করে।

তিনি আরো জানান, সুমনের স্বীকারক্তি অনুয়ায়ী নিহত দুইজনের অটোবাইক উদ্ধার করা হয়। ওই চক্রের মূলহোতাসহ আরো ছয় জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আরো ১০টি চুরি করা ব্যাটারি চালিত অটোবাইক উদ্ধার করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //