চুয়াডাঙ্গায় ঝড় ও শিলাবৃষ্টিতে কৃষকের ২৪২ কোটির টাকার ক্ষয়ক্ষতি

চুয়াডাঙ্গায় স্মরণকালের ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টিতে জেলার ৪৫ হাজার ৮২৫ জন কৃষকের ২৪২ কোটি ২২ লাখ ২৬ হাজার ৮০০ টাকার ফসলের ক্ষতি হয়েছে। 

গত ২৭ ফেব্রুয়ারি বিকালে বয়ে যাওয়া এ ঝড় ও শিলাবৃষ্টিতে কৃষকদের ফসলের ক্ষতির পরিমাণ নিরুপণ করে তা প্রধান কার্যালয়ে পাঠিয়েছে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃপক্ষ।


চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ৩৯ হাজার ৭৫৯ জন কৃষকের ৭৯ হাজার ১০০ মেট্রিকটন ভুট্টা ক্ষতিগ্রস্থ হয়েছে, যার মূল্য ১৮৫ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকা। ২০৫ জন কৃষকের ১৪৩ দশমিক ৫০ মেট্রিকটন গম ক্ষতিগ্রস্থ হয়েছে, যার মূল্য ৩৩ লাখ ৫৭ হাজার টাকা। এক হাজার ২২৫ জন কৃষকের ৮৫৭ দশমিক ৫০ মেট্রিকটন বোরোধান ক্ষতিগ্রস্থ হয়েছে, যার মূল্য ৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা।


এছাড়া ৫৭১ জন কৃষকের ২ হাজার ৫২০ মেট্রিকটন কলা ক্ষতিগ্রস্থ হয়েছে, যার মূল্য ৬ কোটি ৫০ লাখ ২৫ হাজার টাকা; ৩৪০ জন কৃষকের এক হাজার ৬৩২ মেট্রিকটন পেঁপে ক্ষতিগ্রস্থ হয়েছে, যার মূল্য ৩ কোটি ৯০ লাখ ৮৬ হাজার ২৫০ টাকা; ১৭৫ জন কৃষকের ৩২৪ মেট্রিকটন পেঁয়াজ ক্ষতিগ্রস্থ হয়েছে, যার মূল্য ১ কোটি ৫৪ লাখ ৮০ হাজার টাকা; ৬১৭ জন কৃষকের ১১৪ মেট্রিকটন মসুর ডাল ক্ষতিগ্রস্থ হয়েছে, যার মূল্য ১ কোটি ১৩ লাখ ৪৯ হাজার টাকা; ৯০ জন কৃষকের ২১৬ মেট্রিকটন রসুন ক্ষতিগ্রস্থ হয়েছে, যার মূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা; ১ হাজার ১৮ জন কৃষকের ২ হাজার ৩৫ মেট্রিকটন পান ক্ষতিগ্রস্থ হয়েছে, যার মূল্য ১৯ কোটি ৩৫ লাখ ৮৩ হাজার ২৫০ টাকা।


এছাড়া আরও ৩২৫ জন কৃষকের ১ হাজার ৫৬০ মেট্রিকটন তরমুজ ক্ষতিগ্রস্থ হয়েছে, যার মূল্য ৩ কোটি ৯০ লাখ টাকা; ৬১০ জন কৃষকের এক হাজার ৯৩২ মেট্রিকটন আম ক্ষতিগ্রস্থ হয়েছে, যার মূল্য ৭ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা; ২৫০ জন কৃষকের ৭০০ মেট্রিকটন পেয়ারা ক্ষতিগ্রস্থ হয়েছে, যার মূল্য ২ কোটি ২৫ লাখ টাকা; ৭৫ জন কৃষকের ২১০ মেট্রিকটন লিচু ক্ষতিগ্রস্থ হয়েছে, যার মূল্য ৮৪ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা; ১০৭ জন কৃষকের ৬৮৭ মেট্রিকটন তামাক ক্ষতিগ্রস্থ হয়েছে, যার মূল্য ৪ কোটি ৭ লাখ ৮ হাজার ৮০০ টাকা; ১৫৮ জন কৃষকের ৬৩ মেট্রিকটন ধনেপাতা ক্ষতিগ্রস্থ হয়েছে, যার মূল্য ৭৮ লাখ ৭৫ হাজার টাকা ও ৩০০ জন কৃষকের এক হাজার ৮০ মেট্রিকটন শীতকালীন শাকসবজি ক্ষতিগ্রস্থ হয়েছে, যার মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকা।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. আব্দুল মাজেদ বলেন, ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষক ও ফসলের পরিমাণ উল্লেখ করে ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পাঠানো হয়েছে। এই ক্ষতির বিষয়টি বিবেচনায় এনে কৃষি মন্ত্রণালয় কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //