মায়ের কিডনি দিয়েও বাঁচানো গেল না রাহুলকে

মায়ের একটি কিডনি প্রতিস্থাপন করেও বাঁচানো গেল না ২০ বছর বয়সী রুহুল আমিন রাহুলকে। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়ে গতকাল রবিবার (৬ মার্চ) সন্ধায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

একমাত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় রাহুলের বাবা-মা। এলাকা ও সহপাঠীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর বাজারের আসাদুল মন্ডলের ছেলে। সে কোটচাঁদপুর কামিল মাদ্রাসার ফাজিল ১ম বর্ষের শিক্ষার্থী ছিল।

পারিবার সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (৮ মার্চ) সকালে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

রাহুলের চাচাতো ভাই স্থানীয় ইউপি সদস্য আবু সাঈদ বলেন, রাহুল কয়েক বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। দেশে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া হয়। সেখানেও পরীক্ষা-নিরীক্ষা শেষে তার কিডনির সমস্যা ধরা পড়ে। চিকিৎসকরা জানান, কিডনি প্রতিস্থাপন ছাড়া সে সুস্থ হবে না।  

আবু সাঈদ আরো বলেন, সন্তানের জীবন বাঁচাতে মা আকলিমা খাতুন নিজের একটি কিডনি একমাত্র ছেলেকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে দেশের একটি বেসরকারী হাসপাতালে মায়ের একটি কিডনি নিয়ে রাহুলের শরীরে প্রতিস্থাপন করা হয়। পরবর্তীতে কিছুটা উন্নতি হলেও পুনরায় অসুস্থ হয়ে পড়েন রাহুল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রবিবার সন্ধ্যায় পৃথিবীর মায়া ত্যাগ করে রাহুল পরপারে চলে যান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //