ঝিনাইদহে জোড়া খুনের মামলায় ৪ জনের যাবজ্জীবন

ঝিনাইদহের শৈলকুপায় চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া আদালত পাঁচজনকে বেকসুর খালাস দেন। 

আজ বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা জজের প্রথম আদালতের বিচারক মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন। 

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- আমিনুল ইসলাম ওরফে ফটক, লিয়াকত আলী, আলতাব মেম্বার, ফারুক ওরফে বাদল। 

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে জেলার শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানে শরীফুল ইসলাম ও মাসুদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এসময় তাদের হাত পেছনদিকে বাঁধা ছিল। 

এ ঘটনায় শরীফুলের স্ত্রী আফেরোজা বেগম বাদী হয়ে শৈলকুপা থানায় ১৯ ফেব্রুয়ারি মামলা দায়ের করে। দীর্ঘ ১২ বছর মামলা চলার পর আদালত এ রায় ঘোষণা করলেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //