নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. তারেক রহমান (২৪)। সে উপজেলার ৮ নম্বর চরএলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের আবুল হাসেমের ছেলে।
গতকাল শনিবার (২৬ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম। এর আগে গত শুক্রবার ২৫ মার্চ সন্ধ্যায় উপজেলার গাংচিল বাজার থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ভুক্তভোগী ভাবি গত বছরের ২০ মে কোম্পানীগঞ্জ থানায় দেবর তারেককে আসামি করে মামলা দায়ের করেন। এরপর থেকে গ্রেপ্তার এড়াতে সে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। গত বুধবার ২৩ মার্চ মামলাটি নোয়াখালী জেলা পুলিশের গোয়ন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হলে গোয়েন্দা পুলিশ তাকে দ্রুত গ্রেপ্তার করে।
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh