ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে নজির শেখ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (২৬ মার্চ) রাতে শহরের রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় সে রেল রাস্তা পাড় হচ্ছিল। এসময় রাজবাড়ী থেকে আসা একটি ট্রেনে সে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নাদির শেখ জেলা শহরের গৃহলক্ষ্মীপুর এলাকার বাসিন্দা।
রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় রেললাইন পাড় হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। মরদেহটি উদ্ধার করা হয়েছে।
বিষয় : ফরিদপুর ট্রেন দুর্ঘটনা মৃত্যু
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh