মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর ও হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে এসব দুর্ঘটনা ঘটে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সকালের দিকে অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই মাহিম মারা যান। তার মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটকের চেষ্টা চলছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রউফ বলেন, সকালের কোনো এক সময় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী ফিরোজ নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা আরো দুই আরোহীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয় : মানিকগঞ্জ সড়ক দুর্ঘটনা
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh