ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ০৬:২৬ পিএম
আপডেট: ২৮ মার্চ ২০২২, ০৬:২৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ নায়েব আলী (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
আজ সোমবার (২৮ মার্চ) দুপুরে র্যাব ১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আটক নায়েব আলী নরসিংদী জেলার মুরাদনগর গ্রামের মৃত মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রবিবার (২৭ মার্চ) রাতে কড়ইকান্দি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, কড়ইকান্দি এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল অভিযান চালায়। কড়ইকান্দি ফেরিঘাট সংলগ্ন ইমরান ট্রেডার্স
এলাকা থেকে নায়েব আলীকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ নগদ তিন হাজার টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিষয় : ব্রাহ্মণবাড়িয়া আটক অস্ত্র র্যাব
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh