ছাত্রলীগের যশোর জেলা শাখার সাবেক সভাপতি রওশন ইকবাল শাহীকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ শুক্রবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে চারটায় শহরের পুরাতন কসবা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি যশোর শহরের পুরাতন কসবার মিশনপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে র্যাব তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
জানা গেছে, ২০১৪ সালে ১৫ জুলাই প্রতিপক্ষের হামলায় খুন হয় ছাত্রলীগ নেতা রিয়াদ। ওই মামলার এজাহারভুক্ত আসামি করা হয় তৎকালীন ছাত্রলীগের যশোর জেলা শাখার সভাপতি রওশন ইকবাল শাহীকে। সেই মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে র্যাব তাকে গ্রেপ্তার করে।
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh