হাওরে পানি ঢুকে তলিয়ে গেল ২০০ হেক্টর ধানি জমি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অন্তত ২০০ হেক্টর ধানি জমি পানিতে তলিয়ে গেছে। গত তিনদিন ধরে এলাকার সব নদীর পানি বাড়ার কারণে নাসিরনগর সদর, ভলাকুট, বুড়িশ্বর, গোয়ালনগর, পূর্বভাগসহ অন্তত ৬টি ইউনিয়নের হাওর এলাকার জমিগুলো পানিতে তলিয়ে যায়। এর ফলে কৃষকরা তাদের আধপাকা ধান কেটে ফেলছেন।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, সুনামগঞ্জ থেকে নেমে আসা ঢলের কারণে নাসিরনগরে সব নদীর পানি অন্তত দুই ফুট পানি বেড়েছে। এতে করে নদী ও বিল এলাকা সংলগ্ন জমিগুলো তলিয়ে গেছে। দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।

তারা জানিয়েছেন, অন্তত ২০০ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। অনেক কৃষক ঋণ নিয়ে জমিতে ধান চাষ করেছিলেন। এখন ঋণ শোধ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

কৃষি কর্মকর্তারা বলেছেন, পানিতে তলিয়ে যাওয়ার জমির পরিমাণ ৪০ হেক্টরের বেশি হবে না। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরিতে কাজ চলছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //