সেন্টমার্টিনে ধরা পড়লো ১৫০ কেজির কোরাল মাছ

টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে জেলের জালে ধরা পড়েছে ১৫০ কেজি ওজনের একটি কোরাল (বোল) মাছ। মাছটি ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ী মাহবুব খান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (২৩ এপ্রিল) সকালে স্থানীয় জেলে রশিদ মাঝির জালে মাছটি ধরা পড়ে। 

জেলে রশিদ মাঝি বলেন, আল্লাহর রহমতে আমার জালে দেড়শ কেজি ওজনের কোরাল (বোল) মাছটি ধরা পড়েছে। 


উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন জানান, সেন্টমার্টিন দ্বীপে এক জেলের জালে বড় একটি মাছ ধরা পড়ার খবর জেনেছি। মৎস্য আহরণ বন্ধের নির্দেশনা মেনে চলার কারণে সাগরের মৎস্য সম্পদ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মাছও বড় হয়েছে। সম্প্রতি টেকনাফ উপকূলে জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ার কথাও তিনি স্বীকার করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //