টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০৭:১৮ পিএম
আপডেট: ২৪ এপ্রিল ২০২২, ০৮:১৯ পিএম
টাঙ্গাইলের ভুঞাপুরে ঘরের ভেতর নিজের দুই সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার পর চলন্ত সিলিং ফ্যানে আত্মহত্যার চেষ্টা করেন শিশুর মা। আহত অবস্থায় তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রবিবার (২৪ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। ভুঞাপুর উপজেলার পুনর্বাসন এলাকা থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের বিষয়টি নিয়ে রহস্য দেখা দিয়েছিল। তবে মায়ের স্বীকারোক্তিতে রহস্যের উন্মোচিত হয়।
নিহতরা হলেন- নিকরাইল ইউনিয়নের এক নম্বর পুনর্বাসন এলাকার ইউসুফের ছেলে সাজিম (৬) ও তার ভাই সানি (৪ মাস)।
টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, পারিবারিক কলহের জেরে বেশ কিছু দিন আগেই দুই ছেলেকে হত্যা করতে চেয়েছিল মা শাহিদা বেগম। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আহত শিশু দুটির মা পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন। তিনি ছেলে দুটিকে বালিশ চাপা দিয়ে হত্যার পর চলন্ত ফ্যানের সাথে আত্মহত্যা করতে গেলে পাখা ভেঙে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়।
তিনি বলেন, ঘটনার পর পুলিশ গিয়ে আহত শাহিদা বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে আহত অবস্থায় তিনি হত্যার কথা নিশ্চিত করেন।
বিষয় : টাঙ্গাইল লাশ উদ্ধার ভুঞাপুর হত্যা
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh