ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০৭:৫৪ পিএম
আপডেট: ২৪ এপ্রিল ২০২২, ০৭:৫৮ পিএম
ময়মনসিংহের নান্দাইলে বিস্ফোরণে দুই নারীর মৃত্যুর ঘটনায় আতশবাজি কারখানার মালিক বোরহান উদ্দিনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আসামি বোরহান উদ্দিন জেলার নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশাটি গ্রামের চাঁন মিয়া মুন্সির ছেলে।
আজ রবিবার (২৪ এপ্রিল) বিকালে বোরহান উদ্দিনকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলা হলে বিচারক রাজিব হাসান তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক প্রসুন কান্তি দাস বলেন, বিকালে বোরহান উদ্দিনকে জেলা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার (২০ এপ্রিল) সকাল ছয়টার দিকে নান্দাইল উপজেলার বাঁশহাটি গ্রামে আতশবাজির কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কারখানার কাজ করতে থাকা আপিলা খাতুন (৫০) ও নাছিমা খাতুন (৩০) নামে দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।
বিস্ফোরণের ঘটনায় ওই দিন রাতেই পুলিশ বাদী হয়ে নান্দাইল থানায় বিস্ফোরক আইনে একটি ও একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর শনিবার (২৩ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করে সিআইডি। এর আগে মামলা দুটি শুক্রবার (২২ এপ্রিল) নান্দাইল থানা থেকে সিআইডিতে তদন্তভার আসে।
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh