দলিল লেখক সমিতির সভাপতিসহ ৩ জনকে কারাদণ্ড

জাল দলিল, পর্চা ও ভুয়া সিল রাখার অপরাধে নড়াইলের লোহাগড়া উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি রেজাউল ইসলামসহ (৬৫) তিনজনকে কারাদণ্ড দেয়া হয়েছে। 

আজ রবিবার (২৪ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ বিন শফিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন। রেজাউলের বাড়ি লোহাগড়ার ঈশানগাতি গ্রামে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি রেজাউল ইসলামকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া দলিল লেখক গোপীনাথপুরের জাকির হোসেনকে (৪২) তিন মাস এবং রামপুর গ্রামের মিরাজ হোসেনকে (৫২) সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

ভুক্তভোগীরা জানান, সাজাপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে জাল দলিল, পর্চা ও ভুয়া সিল ব্যবহার করে আসছে। এছাড়াও অনেক দলিল লেখকের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। এদের বিরুদ্ধেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা প্রয়োজন বলে জানান ভুক্তভোগীরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //