কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৮:৩৯ এএম
আপডেট: ২৬ এপ্রিল ২০২২, ০৮:৪০ এএম
কক্সবাজারের টেকনাফে মাইক্রোবাসের তেলের ট্যাংকি থেকে ৭০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ হাজার পিস ইয়াবাসহ মো. আলী (৪১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ।
গতকাল সোমবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে টেকনাফ কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ডিবি (পুলিশ) অফিসার ইনচার্জ সাইফুল আলম।
তিনি বলেন, খবর পেয়ে রাত ৯টার দিকে টেকনাফ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এসময় ট্রাকের জ্বালানি তেলের ট্যাংকির ভিতরে অভিনব পদ্ধতিতে পাচারকালে ৭০০ গ্রাম আইস ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পাচারকাজে জড়িত চালককে আটক করা হয়। উদ্ধার হওয়া এসব আইস ও ইয়াবার বাজারমূল্য ৩ কোটি ৮০লাখ টাকা।
তিনি আরো বলেন, চালক দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সাথে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh