ঈদে ৮ দিনের ছুটির ফাঁদে ভোমরা স্থলবন্দর

ঈদুল ফিতর উপলক্ষে টানা ৮দিনের ছুটির কবলে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। আগামীকাল শুক্রবার (২৯ এপ্রিল) থেকে ছুটি শুরু হয়ে পরের শুক্রবার (৬ মে) পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই বন্দরটিতে। 

ভোমরা স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের আহবায়ক মিজানুর রহমান জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল শুক্রবার থেকে আমদানি-রপ্তানিকার্যক্রম বন্ধ থাকছে ভোমরা স্থলবন্দরে। আগামী সপ্তাহের পুরো ৮ দিনই বন্ধ থাকবে বন্দরের কার্যক্রম। 

৭ মে শনিবার থেকে বন্দরের কার্যক্রম আবার ও যথারীতি শুরু হবে বলে জানান তিনি।

ভোমরা শুল্ক বিভাগের সহকারী কমিশনার আমীর মামুন জানান, ৫ মে বৃহস্পতিবার সরকারি আদেশে অফিস খোলা থাকবে। তবে জেনেছি, ওই দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //