অতিরিক্ত যাত্রীবহন: দুই লঞ্চকে জরিমানা

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে অতিরিক্ত যাত্রী বহন করার দায়ে দুই লঞ্চ মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে। এদিকে শিমুলিয়া থেকে এমভি সাগর পাড় ও এমএল দিপু-১ লঞ্চ দুটি ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে শিবচরের বাংলাবাজার ঘাটে আসে। এসময় দুটি লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, অতিরিক্ত যাত্রী নিয়ে শিমুলিয়া থেকে আসা দুইটি লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল থেকেই নৌরুটে অতিরিক্ত যাত্রীচাপ রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //