বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মুহিত

বাবা-মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন সাবেক অর্থমন্ত্রী, খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক ও ভাষাসৈনিক আবুল মাল আবদুল মুহিত।  

আজ রবিবার (০১ মে) বিকাল ৩টায় নগরের রায়নগর পূর্ব পুরুষের বাড়িতে (ডেপুটি বাড়ি) নেওয়া হয়।

সেখানে বাবা-মায়ের কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়। এ সময় পরিবারের লোকজনসহ, প্রশাসন, আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।  

এর আগে দুপুর সোয়া ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজা সম্পন্ন হয়।

এর আগে লোকারণ্য হয়ে ওঠে নগরের আলিয়া মাদ্রাসা মাঠ। প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, সমাজসেবী, শিক্ষানুরাগী, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনসহ আপামর জনতা জানাজায় অংশ নেন।

জানাজার আগে স্মৃতিচারণমূলক বক্তব্যে এমএ মুহিতের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।  

জানাজায় বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিবার ও সিলেটবাসীর পক্ষে বক্তব্য রাখেন মরহুমের অনুজ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন, সিলেট-৫ আসনের সংসদ সদস্য (এমপি) হাফিজ আহমদ মজুমদার, সিলেট-৩ আসনের সংসদ সদস্য (এমপি) হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জের সংসদ সদস্য (এমপি) মু‌হিবুর রহমান মা‌নিক, এম‌পি উপাধ্যক্ষ আব্দুস শহীদ, সিলেট সি‌টি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলার সভাপতি রফিকুর রহমান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।  

এর আগে দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়।  

সেখানে সর্বস্তরের মানুষ মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।

গত শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //