ফাঁকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঈদ যাত্রায় এবছর ভোগান্তি নেই। স্বাভাবিক সময়ের চেয়ে কম যানবাহন চলাচল করছে। আজ সোমবার (২ মে) সকাল থেকেই মহাসড়ক টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইবাস, বিক্রমহাটি, রসুলপুর, কালিহাতী উপজেলার পৌলি, এলেঙ্গা, জোকার চর ঘুরে দেখা যায় একদম ফাঁকা যা এর আগে ঈদে এরকম ফাঁকা দেখা যায়নি।

মহাসড়কের উত্তর ও দক্ষিণবঙ্গ ও ঢাকাগামী লেন প্রায় ফাঁকা। হঠাৎ হঠাৎ দেখা যাচ্ছে ট্রাকে চড়ে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার চেষ্টা। এ সড়কে উত্তর ও দক্ষিণবঙ্গসহ ঢাকাগামী লেন এখন প্রায় ফাঁকা। এর ফলে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের গন্তব্যে যেতে স্বাভাবিক সময়ের চেয়েও কম সময় লাগছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতোয়ার রহমান জানান, রবিবার দুপুর থেকে মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ কমেছে। সোমবার মহাসড়ক অনেকটাই ফাঁকা হয়ে গেছে। বছরের অন্যান্য দিনের চেয়েও কম যানবাহন চলাচল করছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //