গাজীপুরে ২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

গাজীপুরে অভিযান চালিয়ে ২ হাজার ৫৮ লিটার সয়াবিন তেল জব্দ ও ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

গোডাউনে সয়াবিন তেল মজুদ রাখার খবর পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকার একটি দল আজ মঙ্গলবার (১০ মে) গাজীপুর মহানগ‌রের বোর্ড বাজারের মেসার্স মনির ট্রেডার্সের গোডাউন অভিযান চালায়। 

এ সময় বিভিন্ন সাইজের প্যাকেটজাত করা ২ হাজার ৫৮ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানর মালিক মনির হোসেনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। 

পরে জব্দকৃত ওই তেলের ৫ লিটারের প্রতি প্যাকেট ৭৬০ টাকা দরে এবং অন্য সাইজের তেল আনুপাতিক দামে স্থানীয় জনতার কাছ বিক্রি করা  হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই অভিযানে নেতৃত্ব ‌দেন ঢাকার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহবুবুর রহমান ও আব্দুল জবার মন্ডল। অভিযানের সময় বিপুল সংখ্যক উৎসুক জনতার ভিড় জমে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল জানান, অপরাধ বিবেচনায় নিয়ে ২ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি তাৎক্ষণিক পুরানো দামে অর্থাৎ ১৬০টাকা লিটার হিসাবে তেল বিক্রির নির্দেশ দেয়া হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //