বেয়াইয়ের জানাজায় গিয়ে লাশ হয়ে ফিরলেন বৃদ্ধ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বেয়াইয়ের জানাজা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মো. নুরুল হক ওরফে নুরু মিয়া (৬৫) নামে এক ব্যক্তি। এ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের আরো পাঁচ অটোরিকশা যাত্রী আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১২ মে) বেলা ১১টার দিকে নিহত নুরুকে উপজেলার জিরুয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার (১১ মে) সন্ধ্যার দিকে উপজেলার তিন নম্বর ডমুরুয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের পলতি সাতবাড়িয়া গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন সড়কে নিহত ও আহতরা যে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তা উল্টে যায়।

নিহতের নুরু মিয়া উপজেলার ডমুরুয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের জিরুয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

ডমুরুয়া ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. অলি জানান, গতকাল বুধবার বিকেলে ডমুরুয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের জিরুয়া গ্রাম থেকে একই ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের রাজ্জাকের (৬০) জানাজায় অংশ নেন বেয়াই নুরু মিয়া । জানাজা শেষে বাড়ি ফেরার পথে সাতবাড়িয়া গ্রামে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে গুরুত্বর আহত তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার রাত ১টার দিকে মারা যান তিনি।

ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) সাখাওয়াত হোসেন উজ্জ্বল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //