বান্দরবানের আলীকদম উপজেলায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মৃত মারুফা জান্নাত (৭) ও মাহফুজা জান্নাত (৪) চৈক্ষ্য ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সিরাজ কারবারি পাড়ার বাসিন্দা মাহমুদ উল্লাহর মেয়ে।
গতকাল শুক্রবার (১৩ মে) বিকেলে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে এ ঘটনা ঘটে জানিয়েছেন পুলিশ।
চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার বিকেলে দুই বোন মারুফা ও মাহফুজাকে ঘরে দেখতে না পেয়ে তার বড় বোন মামুদা জান্নাত খোঁজাখুঁজি শুরু করে। এসময় তার মা-বাবা মাঠে কাজ করছিল। খবর পেয়ে পরিবার ও স্বজনরা আশপাশে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর রাত ১২টার দিকে ঘরের পাশে পুকুর থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। পরে আজ শনিবার (১৪ মে) ভোরে আরেকজনের লাশ পাওয়া যায়।
আলীকদম থানা ওসি নাছির উদ্দিন বলেন, মৃত্যু নিয়ে কারও কোনো অভিযোগ নেই। এ কারণে ময়নাতদন্ত ছাড়া দুই বোনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয় : বান্দরবান পুকুরে ডুবে মৃত্যু লাশ উদ্ধার
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh