যশোরের ঝিকরগাছায় লেবু বাগান থেকে সকিনা খাতুন ওরফে সখি (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১৬ মে) সকাল ১১টার দিকে ঝিকরগাছার সোনাকুড় গ্রাম থেকে সখি বেগম (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সখি বেগম ওই গ্রামের নিয়াম উদ্দীনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, রবিবার (১৫ মে) সন্ধ্যার আগে মনিরামপুর থানার পাঁচপোতা গ্রামে তিনি তার বাবার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে শোনা যায় তিনি তার বাবার বাড়িতে যাননি। আজ সোমবার সোনাকুড় গ্রামের আব্দুস সাত্তারের লেবু বাগানে তার মরদেহ পাওয়া যায়। মরদেহের কপালে আঘাতের চিহ্ন আছে এবং পাশে কীটনাশকের (বিষ) বোতল পাওয়া গেছে। সখি বেগমের স্বামী নিয়াম উদ্দীন ৩ মাস পূর্বে বিদেশে থেকে বাড়িতে এসেছেন।
এব্যাপারে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে পরকীয়ার কারণে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিষয় : যশোর মরদেহ উদ্ধার
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh