ফতুল্লায় তুচ্ছ ঘটনায় স্কুলশিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধ্রুব দাস নামে এক স্কুলশিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে সহপাঠীরা।

গতকাল মঙ্গলবার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ধ্রুবর চার সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

ধ্রুব ওই এলাকার মাদব দাসের ছেলে ও রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ধ্রুবর সাথে পিয়াস নামে এক সহপাঠীর বাকবিতণ্ডা হয়। পরে পিয়াস তার কয়েকজন বন্ধু মিলে ধ্রুবকে ডেকে স্কুলের পাশে নিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। দ্রুত রহস্য উদঘাটন করে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //