নতুন করে বাঁচতে চান তৃতীয় লিঙ্গের রত্না

‘যেখানে জীবনটাকে বেদনা মনে হতো, সেখানে আজ আমার বাঁচার ইচ্ছে জাগছে নতুন করে। বহুবার আত্মহত্যা করার চেষ্টা করেছি। বার বার আবার বেঁচে গেছি। যে মা-বাবা জন্ম দিয়েছে, তারাই ঘর থেকে বের করে দিয়েছেন। ঠিক মতো খাবার দিতো না। সব সময় গালাগাল করত। একজন সন্তানের কাছে এর থেকে কষ্টের আর কী হতে পারে?’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের সোনালিপাড়া এলাকার তৃতীয় লিঙ্গের রত্না (ছদ্মনাম)। 

রত্না আরো বলেন, তিন ভাই-বোনের মধ্যে তিনি মেজ। আট বছর বয়স থেকে তার পরিবার নিশ্চিত হয় তিনি তৃতীয় লিঙ্গের। এরপর থেকে অযত্ন-অবহেলায় পরিবারের কাছে কেটে যায় আরো তিন বছর। তারপর আর টিকতে পারেননি পরিবারের সাথে। লাকুরতলা খালের পাড়ে তৃতীয় লিঙ্গের ১০/১২ জন মানুষের কাছে রেখে আসেন তার মা-বাবা।

রত্না বলেন, ‘মা-বাবা আমাকে জন্ম দিয়ে ফেলে দিয়ে এলো। অথচ প্রধানমন্ত্রী আমাকে জমিসহ ঘর উপহার দিলেন প্রায় ১০ লাখ টাকা দামের। আমি তো ভাবতেই পারিনি, যে আমার নামে কোনো জমির দলিল হতে পারে। যখন দলিলে স্বাক্ষর করেছিলাম, তখন চোখ থেকে অঝোরে পানি পড়ছিল। অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করতে পারব না।’ 

রত্না আরো বলেন, ‘আমরা তো আর ইচ্ছে করে তৃতীয় লিঙ্গের হয়ে জন্মাইনি। তারপরও সব জায়গায় অবহেলিত হতে হয়েছে।’

বরগুনায় ২৬ এপ্রিল ৪১১ জনের মধ্যে ২২ জন তৃতীয় লিঙ্গের মানুষকে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী জমিসহ ঘর উপহার দিয়েছেন। ২২ জনের প্রত্যেকের গল্প এমন বেদনাদায়ক। 

কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষ জানান, ‘এখন থেকে আর কারও কাছে টাকার জন্য হাত পাতব না। আমরা যে জমি পেয়েছি, এই জমি কাজে লাগিয়েই আমরা উপার্জন করব।’

ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন তৃতীয় লিঙ্গের মানুষ। তাদের কথা শুনে প্রধাানমন্ত্রী বলেন, ‘তৃতীয় লিঙ্গের হয়ে জন্মানো অপরাধ না। আর কোনো শিশু তৃতীয় লিঙ্গের হয়ে জন্মালেও, তাকে অবহেলার শিকার না হতে হয়, সেই বিষয়ে খেয়াল রাখা হবে।’ 

প্রধানমন্ত্রীর দেওয়া দু’কক্ষের প্রতিটি ঘরে রয়েছে একটি টয়লেট, একটি রান্নাঘর ও বারান্দা। ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পেয়ে আনন্দে উদ্বেলিত। বরগুনায় গৃহ ও ভূমিহীনদের প্রথম পর্যায়ে ২৩২টি ও দ্বিতীয় পর্যায়ে ৭৯৩টি ঘর হস্তান্তর করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //