ছেলের নির্যাতন সইতে না পেরে পুলিশে দিল বাবা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় নির্যাতন সইতে না পেরে ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন তার বাবা। 

আজ শুক্রবার (২৭ মে) দুপুরে ইন্দুরকানী বাজারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত অমিত চন্দ্র শীল (২৫) ইন্দুরকানী বাজারের নরসুন্দর অমল চন্দ্র শীলের (৬০) ছেলে।

ইন্দুরকানী বাজারে বাবার সঙ্গে একই দোকানে নরসুন্দরের কাজ করে অমিত। কিন্তু প্রায়ই সে নেশাগ্রস্ত হয়ে সামান্য কারণে তার বাবা-মাকে মারধর ও নির্যাতন করে বলে অভিযোগ করেছেন অমিতের বাবা।

এ তথ্য নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার (ওসি) মো. এনামুল হক এনাম।

জানা গেছে, আজ শুক্রবার (২৭ মে) সাপ্তাহিক বাজারের দিন হওয়ায় দোকানের চাপ তুলনামূলক বেশি থাকে। এদিন অমিতকে দোকানে কাজ করতে বললে সে চাকু নিয়ে তার বাবার দিকে তেড়ে যায় এবং তাকে গলা ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দেয়। বিষয়টি বাজারে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

এ ঘটনায় অমিতের বাবা অমল চন্দ্র পুলিশের সামনে ছেলের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদেন। এরপর লিখিত অভিযোগ দিয়ে ছেলেকে পুলিশের হাতে তুলে দেন তিনি।

এ প্রসঙ্গে অমল চন্দ্র বলেন, ছেলের এমন নির্যাতন থেকে আমি ও আমার স্ত্রী বাঁচতে চাই। তাই বাধ্য হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এনাম জানান, ছেলের নির্যাতনের শিকার বাবা নির্যাতন সইতে না পেরে তার ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তাকে সংশোধনের জন্য বরিশাল মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //