স্বতন্ত্র মেয়র প্রার্থী হিজলের প্রতীক নারকেল গাছ, প্রচার শুরু

ঝিনাইদহ পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

নির্বাচনের তফসিল অনুযায়ী আজ শুক্রবার (২৭ মে) চার মেয়রপ্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা।

এরমধ্যে স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল পেয়েছেন নারকেল গাছ প্রতীক।

প্রতীক পেয়ে কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, আমি খুশি। নারকেল গাছ আমাদের গ্রাম বাংলার চিরায়ত সবুজের একটি বিরাট অংশ। খুবই পরিচিত। ভোটারদের কাছে খুব সহজে পৌঁছানো যাবে।

প্রতীক বরাদ্দ পেয়েই ভোটারদের দুয়ারে ছুটতে শুরু করেছেন এই মেয়র প্রার্থী। এতে আনন্দ-উল্লাস দেখা যায় প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যেও।

জেলা নির্বাচন অফিসার আ: ছালেক জানান, ঝিনাইদহ পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ৮২ হাজার ৬৯৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪০ হাজার ৪৪৬ জন ও নারী ভোটার ৪২ হাজার ২৪৯ জন। 

পৌর এলাকায় ৪৭টি কেন্দ্র ও ২৬৫টি বুথ স্থাপন করা হয়েছে। তিনজন ম্যজিষ্ট্রেটের তত্বাবধানে পর্যাপ্ত সংখ্যক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ভোট কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।

রিটার্নিং কর্মকর্তা আ: ছালেক বলেন, ঝিনাইদহ পৌরসভা নির্বাচনকে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ করার জন্য যা যা করার দরকার তার ব্যবস্থা করা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //