পথশিশুর বিয়ে দিল গান্ধী আশ্রম ট্রাস্ট

নোয়াখালী সোনাইমুড়ীতে অনিমা দে (অনু) নামে বাকপ্রতিবন্ধী এক পথশিশুকে বিয়ে দিয়ে তাকে তার নতুন পরিবারসহ বসবাসের জায়গা ব্যবস্থা করে দিয়েছে গান্ধী আশ্রম ট্রাস্ট।

গতকাল বৃহস্পতিবার (২৬ মে) রাতে গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে অনুর বিয়ে সম্পন্ন হয়।

দীর্ঘদিন অনুকে গান্ধী আশ্রম ট্রাস্ট লালন পালন করে আসছে। তাকে প্রধানমন্ত্রীর গৃহায়ণ প্রকল্পের আওতাধীন বঙ্গবন্ধু ভিলেজে বসবাসের জন্য একটি ঘর উপহার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে তাকে আশীর্বাদ করেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

এতে আরো উপস্থিত ছিলেন গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নবকুমার, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোল্লা হাবিবুর রাসূল মামুন, নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, উন্নয়ন সংস্থা এনআরডিএসের নির্বাহী প্রধান আবদুল আউয়াল।

গান্ধী আশ্রম ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য্য এবং তার স্ত্রী সাবেক সংসদ সদস্য চিত্রা ভট্টাচার্য্য অনুকে তৎকালীন গান্ধী আশ্রমের সচিব শ্রীমতী ঝর্ণাধারা চৌধুরীর নিকট হস্তান্তর করেছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //