উত্তর-পশ্চিমাঞ্চলের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ

আট ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো উত্তর-পশ্চিমাঞ্চলের সাথে ঢাকার ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়নি। আজ শনিবার (২৮ মে) সকাল ১০টার আগেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট রেল কর্মকর্তারা।

এর আগে গতকাল শুক্রবার (২৭ মে) রাত ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতনপুর এলাকায় উত্তরবঙ্গ থে‌কে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুইটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধারকারী দল এখনো লাইনচ্যুত বগি ও ইঞ্জিন উদ্ধারের কাজ করছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাতে গাজীপু‌রের মৌচাক স্টেশন অতিক্রমের পর আউটার স্টেশনে ট্রেনটি লাইনচ্যুত হয়।

 জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, গতকাল রাত ১০ টার দিকে ঢাকাগামী ৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস মৌচাক স্টেশন পার হলে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। মেইন লাইন ব্লক থাকায় ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ এখন বন্ধ রয়েছে।

এদিকে জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ হিরো জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মৌচাক স্টেশন অতিক্রম করছিল। এসময় ট্রেনের ইঞ্জিন ও সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকা-রাজশাহী রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //