নীলফামারীতে ভুট্টার বাম্পার ফলন

ধান ও গমের চাইতে বেশি পুষ্টিগুণ ভুট্টায়। চাষাবাদে সুবিধা, পরিশ্রম কম ও অল্প খরচে অধিক লাভ হওয়ায় জেলায় চলতি মৌসুমে ভুট্টার ব্যাপক চাষাবাদ হয়েছে।

কৃষিবিভাগের পরামর্শ ও আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও হয়েছে বাম্পার। সেই সাথে দাম পাওয়ায় ভীষণ খুশি এখানকার কৃষক।   

সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের তরনিবাড়ী গ্রামের নরেশ চন্দ্র রায় বলেন, ভুট্টা আবাদ করেছি ১ একর ফলন ভালো হয়েছে।

লক্ষ্মীচাপ ইউনিয়নের সহদেব বড়গাছা গ্রামের কৃষক মো. ইয়াকুব আলী বলেন, ১ একর দুই বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছি। বিঘা প্রতি খরচ হয়েছে ৭ হাজার টাকা। বর্তমানে দাম ভালো, আশা করছি এবার ভালো লাভ হবে। 

এ বিষয়ে নীলফামারী জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) আবু কক্কর সিদ্দিক বলেন, এবার জেলায় ২৩ হাজার ৪৫ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ছিল। এর চেয়ে ১৫ হেক্টর বেশি জমিতে ভুট্টা চাষাবাদ হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //