রূপায়ন টাউনে ৭৭৪টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জে ফতুল্লায় চুক্তি ভঙ্গ করে অবৈধ সংযোগ ব্যাবহার ও বকেয়া বিল পরিশোধ না করায় রূপায়ন টাউনের ৭৭৪টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এর মধ্যে ৫২২টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ রয়েছে। আর ২৫২টি বৈধ সংযোগে ৫৩ লাখ টাকা বকেয়া রয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার ভূইগড় এলাকায় রূপায়ন টাউন আবাসিক এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম উসমানের নেতৃত্ব এ অভিযান চালানো হয়। 

এসময় বিপুল পরিমাণ পুলিশ র‍্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ তিতাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি উপ মহা ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ সাইদুল হাসান জানান, রূপায়ন রিয়েলস্ট্রেট প্রতিষ্ঠান তাদের ভূইগড়ে অবস্থিত রূপায়ন টাউনে ২৫২টি আবাসিক গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সাথে তাদের চুক্তি ভঙ্গ করে আরো ৫২২ টি প্লটে অবৈধ গ্যাস সংযোগ দেয়। পাশাপাশি বৈধ ২৫২টি লাইনে ৫৩ লাখ টাকা বকেয়া জমা হয়। রূপায়ন চুক্তি ভঙ্গ করে অবৈধ সংযোগ দেওয়ায় ও বকেয়া বিল থাকায় তাদের আবাসিক প্লটের সবগুলি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //