কলেজছাত্রী হত্যার বিচার চাইলো শিক্ষার্থীরা

টাঙ্গাইলের গোপালপুরে কলেজ ছাত্রী সুনিকা হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। 

আজ মঙ্গলবার (৭ জুন) দুপুরে হেমনগর-গোপালপুর সড়কের উপজেলার হেমনগর ডিগ্রী কলেজের সামনে এই মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, হেমনগর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, প্রভাষক সোহেল রানা, আজমত হোসেন, স্থানীয় ইউপি সদস্য মাহবুব হাসান টুটুল, কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক শাকিল আহমেদ, ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সম্পাদক সবুজ আহমেদ, সুনিকার বাবা দুলাল হোসেন প্রমুখ। 

এ সময় বক্তারা সুনিকার হত্যাকারী তার স্বামী সুমনের দৃষ্টান্ত মূলক শাস্তিসহ ফাঁসির দাবি জানান।

মানববন্ধনে ডিগ্রী কলেজের ২ শতাধিক শিক্ষার্থী, নিহত সুনিকার পরিবারের সদস্যসহ এলাকাবাসী অংশ নেন। 

উল্লেখ্য, ২০১৭ সালের ২০ এপ্রিল হেমনগর ডিগ্রি কলেজর শিক্ষার্থী সুনিকার সাথে সুমনের বিয়ে হয়। সুনিকা সুমনের দ্বিতীয় স্ত্রী হওয়ায় সংসার জীবনে তাদের ঝগড়া-বিবাদ গেলেই থাকতো। চলতি বছরের ২১ মে শনিবার টাঙ্গাইলের গোপালপুরের নতুন শিমলা পাড়া গ্রামে শশুর বাড়িতে এসে স্ত্রী সুনিকা খাতুনকে (২৫) শ্বাসরুদ্ধ করে হত্যা করেন স্বামী সুমন (৩১)। ঘটনার পর সুনিকার বাবা তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন এমন অভিযোগ এনে গোপালপুর থানার একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আসামি ঘাতক স্বামী সুমনকে আটক করেন টাঙ্গাইল কারাগারে পাঠায় গোপালপুর থানা পুলিশ। অভিযুক্ত সুমন ঘাটাইল উপজেলার লাউরা গ্রামের আরশেদ আলীর ছেলে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //