কক্সবাজারে জুয়ার আসর থেকে ১৩ লাখ টাকাসহ আটক ৮

কক্সবাজারের পর্যটন এলাকার হোটেল-মোটেল জোনে ক্যাসিনোর সন্ধান পেয়েছে র‌্যাব-১৫। যেখান থেকে ১৩ লক্ষাধিক টাকাসহ আটজনকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার (১৩ জুন) রাত ৯টার দিকে এ অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।

আটকরা হলেন- আলমগীর হোসেন (৩৯), নবী সুলতান (৪৮), কবির আহমদ (৪৭), শামীম আহমদ (৪৬), কামাল উদ্দিন (৩০), রাসেল আহমদ (৩৬), মোহাম্মদ নুর (৩৮) ও রবিউল হোসেন (৩৫)।

র‌্যাব- ১৫ এর সহকারী পরিচালক বিল্লাল উদ্দিন জানান, হোটেল-মোটেল জোনের একটি ফ্ল্যাটে ক্যাসিনো বোর্ড দিয়ে জুয়া পরিচালনার তথ্য পেয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে ১৩ লাখ ১৮ হাজার ৯৬০ টাকাসহ আটজনকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //