সুরমা নদীর পানি বিপৎসীমার ৮ সেমি নিচে, বন্যার আশঙ্কা

সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি আজ মঙ্গলবার (১৪ জুন) সকাল থেকে বিপৎসীমার আট সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে টানা বর্ষণ পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জে ফের বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জেলার নিম্নাঞ্চল তাহিরপুর, জামালগঞ্জ, শাল্লা, ধর্মপাশা, মধ্যনগর, জগন্নাথপুর, ছাতক দোয়ারা বাজার উপজেলায় বাড়ি ঘরে পানি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। উপজেলার প্রত্যন্ত গ্রামের সড়ক পথ পানিতে ডুবে থাকায় এখানকার বাসিন্দারা চলাচলে নৌকা ব্যবহার করছে।

তবে আজ সকাল ৯টায় কুশিয়ারা, যাদুকাটা, বৌলাই, রক্তি নদীসহ জেলার সব নদ-নদীর পানির উচ্চতা কিছুটা কমেছে। 

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাইদুর রহমান চৌধুরী জানান, আগামী তিনদিন সুনামগঞ্জের উজানে টানা বৃষ্টিপাতের আশঙ্কা আছে। ফলে আবারো বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। জেলা শহরের সাথে সড়ক পথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মানুষ জরুরি প্রয়োজনে নৌকা দিয়ে পারাপার হচ্ছে।

এদিকে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে যাতে মোকাবিলা করা যায়, এজন্য আগাম প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।

জানা যায়, গতকাল সোমবার (১৩ জুন) সুনামগঞ্জ জেলার চার পৌরসভাকে ২৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সুনামগঞ্জ পৌরসভাকে সাড়ে সাত টন, ছাতক পৌরসভাকে সাড়ে সাত টন, জগন্নাথপুর পৌরসভাকে পাঁচ টন  দিরাই পৌরসভাকে পাঁচ টন চাল দেওয়া হয়েছে।

টানা বর্ষণ পাহাড়ি ঢলে বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের শক্তিয়ারখলা ডুবন্ত সড়ক ডুবে যান চলাচল ব্যাহত হচ্ছে। বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ, ফতেহপুর ইউনিয়ন, দক্ষিণ বাদাঘাটসহ দুটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দোয়ারাবাজারের ইউনিয়নের নিম্নাঞ্চল বন্যা কবলিত হয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা জানান, টানা বর্ষণ পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি গত এক সপ্তাহ ধরে বাড়ছে। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //